ভাস্কর্য দেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারক : ড. কামাল হোসেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘ভাস্কর্য দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারক বলেও মন্তব্য করেন তিনি।
দুপুরে রাজধানীর বেইলী রোডে গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেনের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দলীয় কোন্দল নেই বলেও জানান তিনি। আগামী ৯ জানুয়ারী কমিটির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। এসময় তার পক্ষে দলের অবস্থান তুলে ধরে সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলেন, আমাদের মধ্যে সব বিভেদ মিটে গেছে। এখন আর কোন্দল নেই। এছাড়া গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।