সাইবার হামলা নিয়ে যুক্তরাষ্ট্রে তোলপাড়
- আপডেট সময় : ০১:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
সরকারি প্রতিষ্ঠানগুলোতে চালানো সাইবার হামলা নিয়ে তোলপাড় যুক্তরাষ্ট্রে। এ হামলাকে বড় অপচেষ্টা বলে টুইট বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এ জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দুষছেন রাশিয়াকে।
তবে ভুয়া গণমাধ্যমগুলো সাম্প্রতিক সাইবার হামলাকে বড় করার অপচেষ্টা চালাচ্ছে বলে টুইটবার্তায় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সকালে টুইটে ট্রাম্প বলেন, ‘এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি। মূলধারার গণমাধ্যমগুলো যে রাশিয়াকে দায়ী করে ইঙ্গিত দিচ্ছে । অর্থনৈতিক ক্ষতিরর কথা চিন্তা করে চীনের নাম মুখে আনতে চায় না। সম্প্রতি হ্যাকার গোষ্ঠী যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলা চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠানের তথ্য হাতিয়ে নেয়। মার্কিন বাণিজ্য এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগসহ দেশটির পরমাণু স্থাপনাগুলোতে গত কয়েক সপ্তাহে বহুবার সাইবার হামলা হয়।