করোনা মোকাবিলায় বিমান বাহিনী সবার জন্য দৃষ্টান্তঃ প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫১৮ বার পড়া হয়েছে
মহমারি মোকাবিলায় বিমান বাহিনীর উদ্ভাবনী ক্ষমতা ও নিয়মতান্ত্রিক ব্যবস্থাসমূহ দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাষ্ট্রপতির শীতকালীন কুচকাওয়াজ-২০২০ অনুষ্ঠানে গণভবন থেকে দেয়া ভার্চুয়াল বক্তব্যে এ কথা জানান তিনি। বাঙালী বিজয়ী জাতি এ কথা মাথায় রেখে এবং মনে সাহস রেখে চলতে বিমান বাহিনীর নবীন সদস্যদের আহবান জানান প্রাধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার যশোর বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত রাষ্ট্রপতির শীতকালীন কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরতেই বিমান বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলার পাশাপাশি সক্ষমতা বৃদ্ধিতে সরকারের নেয়া বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি।
লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা জানিয়ে এর মাধ্যমে ভবিষ্যতে যুদ্ধবিমান তৈরির আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এ সময় করোনা মোকাবিলাসহ দেশের যেকোন প্রাকৃতিক দুর্যোগে বিমানবাহিনীর ভুমিকার প্রশংসা করেন সরকার প্রধান।
দেশপ্রেম, দায়িত্ববোধ ও সাহসিকতার সাথে নিজেদের যোগ্যবাহিনী করে গড়ে তুলতে নবীন সদস্যদের আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।