কিংবদন্তি পেলের রেকর্ড ছুলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি
- আপডেট সময় : ০২:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
শনিবার রাতে নিজ নিজ লিগে আলো ছড়িয়েছেন দুই কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ইতালিয়ান সিরি আ-য় রোনালদোর জোড়া গোলে পার্মাকে ৪-০ তে বিধ্বস্ত করেছে জুভেন্টাস। তবে, মেসির মাইলফলকের দিনে জেতেনি বার্সা। ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করছে কাতালান ক্লাবটি। এ ম্যাচ গোল পেয়ে ক্লাবের হয়ে ব্রাজিল কিংবদন্তি পেলের ৬৪৩ গোলের রেকর্ড ছুলেন আর্জেন্টাইন সুপারস্টার।
লিওনেল মেসি। আরও একটা গোল। আরও একবার রেকর্ড বুকে। গোল করে দিন দিন নিজের নামটাই রেকর্ড বুকে নতুন করে খচিত করছেন এলএমটেন। এবার ব্রাজিল কিংবদন্তি পেলের পাশে আর্জেন্টাইন তারকা। সান্তোস জার্সিতে পেলের করা ৬৪৩ গোল এতদিন ছিল একটি ক্লাবের হয়ে কোনো ফুটবলারের সর্বোচ্চ। ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করে এখন সেই রেকর্ডে ভাগ বসালেন বার্সেলোনা সুপারস্টার। এবার অপেক্ষা নিজের করে নেয়ার।
এলএমটেনের মাইলফলকের দিনে অবশ্য জেতেনি বার্সা। হোম ম্যাচে ভ্যালেন্সিয়ার সাথে ২-২ গোলে ড্র করেছে কাতালান ক্লাবটি। ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের ২৯ মিনিটে পিছিয়ে পরে বার্সা। ডিয়াখাবির গোলে। তবে, প্রথমার্ধের শেষে ক্লাবের সেরা তারকার নাটকীয় গোলে সমতা ফেরে বার্সেলোনা।
৫২ মিনিটে আরাউহোর গোলে লিড পায় রোনাল্ড কোম্যানের দল। তবে, পূর্ণ পয়েন্ট পায়নি বার্সা। ৬৯ মিনিটে ম্যাক্সি গোমেজ সমতায় ফেরান ভ্যালেন্সিয়াকে।
সিরি আয় শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জুভেন্টাস। একের পর এক আক্রমণে শেষ পর্যন্ত ম্যাচের ২৩তম মিনিটে লিড পায় তুরিনের দলটি।
ক্লুসেভস্কির গোলের মিনিট তিনেক পর স্পট লাইটে আসেন আটালান্টার বিপক্ষে পেনাল্টি মিস করা রোনালদো।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান ৩-০ করে জুভেন্টাস। পর্তুগীজ তারকার দ্বিতীয় গোলে। সিরি আ’তে এটি রোনালদোর ১২তম গোল।
এরপর ৮৬ মিনিটে জুভিদের বড় জয় নিশ্চিত করেন আলভারো মোরাতা। আসরে ১৩ পয়েন্ট টেবিলে ৩ উঠে এলো জুভেন্টাস। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এক ম্যাচ কম খেলা ইন্টার আর ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।