আয়কর ফাঁকির মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল শহিদউদ্দিনকে ৯ বছরের কারাদণ্ড

- আপডেট সময় : ০৮:২৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
আয়কর ফাঁকির মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল শহিদউদ্দিন চৌধুরীকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
এছাড়াও আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মামলা সূত্রে জানা যায়, আয়কর ফাঁকির অভিযোগ এনে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার কর অঞ্চল-৯ এ মামলাটি দায়ের করেন সহকারী কর কমিশনার শেখ আলী হাসান। গত ২৮ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। রায়ে শহিদ উদ্দিন চৌধুরীকে ১৬৪ ধারায় এক বছর, ১৬৫ ধারায় তিন বছর এবং ১৬৬ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এক ধারার সাজা শেষ হওয়ার পর আরেক ধারার সাজা শুরু হবে। সেক্ষেত্রে শহিদ উদ্দিন চৌধুরীকে ৯ বছরের কারাদণ্ডই ভোগ করতে হবে বলে।