কুষ্টিয়ায় সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে প্রায় ১০ টাকা
- আপডেট সময় : ০৮:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মাত্র এক মাসের ব্যবধানে কুষ্টিয়ার বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে প্রায় ১০ টাকা। এতে সাধারণ মানুষ পড়েছে চরম বিপাকে। পর্যাপ্ত ধান মজুদ থাকলেও সিন্ডিকেটের মাধ্যমে চালের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। মিল মালিকদের কারসাজি নিয়ন্ত্রণে কোন উদ্যোগ নেই।
কুষ্টিয়ায় এক মাসের ব্যবধানে চালের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। ৫২ টাকার মিনিকেট ৬৪, ৫৪ টাকার বাসমতি ৬৬ টাকায় বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা ও ক্ষুদ্র ব্যবাসায়ীরা। পর্যাপ্ত ধান মজুদ থাকলেও মিল মালিকদের কারসাজিতে চালের বেড়েছে বলে অভিযোগ করছে ব্যবসায়ীরা।
এভাবে চলতে থাকলে ব্যবসায়ী ও ক্রেতারা দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারে বলে মনে করছে পাইকারি ব্যবসায়ীরা।
জেলার ৪১টি অটো রাইস মিলে প্রায় দুই মাসের ধান মজুদ আছে। তবে, ১২৮০ টাকা মনের ধান এখন ১৪’শ টাকায় কিনতে হচ্ছে বলে জানান, কুষ্টিয়া চালকল মালিক সমিতির এই নেতা।
আমন মৌসুমে পর্যাপ্ত ধান কিনে, তা বাইরে বিক্রি করছে মিলাররা। প্রশাসনকে বলছে তাদের কাছে ধান নেই। খুব শিগগিরি বাজারে অভিযান শুরু হবে বলে জানান, বাজার কর্মকর্তা।
প্রতিবছর তিন-চার দফায় নতুন করে চালের বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। এ থেকে পরিত্রান চায় জেলার সাধারণ মানুষ।