যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন ধরনের বিরুদ্ধে বিদ্যমান টিকা কার্যকর
- আপডেট সময় : ০১:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
জার্মানির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন ধরনের বিরুদ্ধে বিদ্যমান টিকা কার্যকর। রোববার জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান এ কথা বলেন।
ইউরোপিয়ান বিশেষজ্ঞদের মধ্যকার আলাপ-আলোচনার বরাত দিয়ে ইয়েন্স স্পান বলেন, তাঁরা এখন পর্যন্ত যা জানেন, সে অনুযায়ী বিদ্যমান টিকার ওপর করোনার নতুন ধরনের কোনো প্রভাব নেই। যার অর্থ, করোনার নতুন ধরনের ক্ষেত্রেও বিদ্যমান টিকা কার্যকর। এ প্রসঙ্গে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী বিশেষ করে ফাইজার-বায়োএনটেকের টিকার কথা উল্লেখ করে বলেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে ইতিমধ্যে এই টিকার প্রয়োগ শুরু হয়েছে। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি-ইএমএ শিগগির এই টিকার অনুমোদন দিতে যাচ্ছে। করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর গেল সপ্তাহে জানায় যুক্তরাজ্য সরকার। করোনার নতুন এই ধরন সম্পর্কে জানতে দেশটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।