ফেব্রুয়ারিতেই বাংলাদেশে আসবে করোনার টিকা : মন্ত্রিপরিষদ সচিব
- আপডেট সময় : ০৭:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
আগামী ফেব্রুয়ারির প্রথম দিকেই দেড় কোটি মানুষের জন্য তিন কোটি করোনা ভ্যাকসিন আসছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে কঠোর নির্দেশনার কথা জানিয়ে তিনি আরো বলেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, আগামী মে-জুনে দ্বিতীয় দফায় আরও তিন কোটি মানুষের জন্য অক্সফোর্ডের টিকা পাওয়া যাবে বলে মন্ত্রিসভাকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এ সময় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে কঠোর নির্দেশনার কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব।