আবরার হত্যা মামলা আদালত পরিবর্তন চেয়ে আসামীপক্ষের আবেদন খারিজ
- আপডেট সময় : ০৮:১৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বুয়েটের আলোচিত আবরার হত্যা মামলায় বিচারিক আদালত পরিবর্তন চেয়ে আসামীপক্ষের করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে বিচারিক আদালতে মামলাটি চলতে আরো কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে করা আবেদনটি, খারিজ করে দেন বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ। এর আগে শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, মাত্র ২৯ কার্যদিবসে ৪০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আলোচিত এই মামলাটি এরই মধ্যে বিচারের শেষপ্রান্তে রয়েছে এবং কোন ধরনের দালিলিক প্রমাণ ছাড়াই আদালতের বিরুদ্ধে এই অনাস্থার কোন আইনি ভিত্তি নেই। গত বছরের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পিটিয়ে হত্যার পর, ছাত্রলীগের ২৫ জনকে আসামী করে শুরু হয় এই মামলার বিচার কাজ।