তিন হাজার ৩০৮ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
তিন হাজার ৩০৮ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় এই প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মন্ত্রীপরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।