ব্রিটেনে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশ সতর্ক রয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
সম্প্রতি ব্রিটেন থেকে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব মহিবুল হক। পর্যবেক্ষণশেষে ঢাকা-লন্ডন রুটে বিমান চলবে কিনা- সে ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।
সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে কোনোরকম ফি ছাড়াই বিমানের টিকিট রি-ইস্যু করে দেয়া হবে। করোনার কারণে এ পর্যন্ত বিমান পরিচালনায় বাংলাদেশের আর্থিক ক্ষতি হয়েছে ৩ হাজার কোটি টাকার বেশি। আর পর্যটন খাতে ক্ষতির পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা।