আইনজীবীকে হেনস্তার অভিযোগে ম্যাজিস্ট্রেটকে ছুটিতে পাঠানো হয়েছে
- আপডেট সময় : ০২:১১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
এজলাসে আইনজীবীকে হেনস্তার অভিযোগে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে ছুটিতে পাঠানো হয়েছে। এর আগে আইনজীবীকে আটকে রাখায় ম্যাজিস্ট্রেটের অপসারণ চেয়ে বিক্ষোভ করেন আইনজীবীরা। পরে দুপুর সাড়ে ১২টা থেকে আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।
সকালে একজন আইনজীবীকে আসামির লক আপে দুই ঘণ্টা আটকে রাখার প্রতিবাদে ঢাকার একজন অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অপসারণ চেয়ে বিক্ষোভ করেন আইনজীবীরা। আইনজীবীদের আচরণে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের এজলাস কক্ষ থেকে সবাইকে বের করে তালা দিয়ে দেন। এসময় বিক্ষুব্ধ আইনজীবীরা বলেন, আইনজীবীরাই ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালতকে সহায়তা করেন, অথচ শুনানির বদলে যদি কোন বিচারক আইনজীবীকে লকআপে আটকে রাখেন, তার কাছ থেকে কোনভাবেই ন্যায় বিচার প্রত্যাশা করা যায় না এবং বিচারকের পদেও তার থাকার কোন নৈতিক ভিত্তি থাকেনা। এদিকে, আইনজীবী রুবেল আহমেদ ভূঞার অভিযোগ মঙ্গলবার কোর্ট বিলম্বের উঠায় তিনি অসন্তোষ প্রকাশ করলে, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে তাকে লক আপে আটকে রাখা হয়। এ ঘটনার পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরকে ছুটিতে পাঠানো হয়েছে। সমঝোতা বৈঠক শেষে ঢাকা বারের সভাপতি জানান, ঐ বিচারকের এজলাস ছাড়া বাকি সব আদালতের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।