করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় জেলা প্রশাসক সম্মেলন স্থগিত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় চলতি বছরের জেলা প্রশাসক…ডিসি সম্মেলন স্থগিত করা হয়েছে।
বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম। সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিতেই প্রতি বছর জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। কিন্তু করোনা মহামারির কারণে এবার এই সম্মেলনের আয়োজন করা সম্ভব হয়নি। ২০২০ সালের ডিসি সম্মেলন পিছিয়ে আগামী ৫ জানুয়ারী নেয়া হয়। ৭ই জানুয়ারি এ সম্মেলন হওয়ার কথা ছিল।