ভারতের কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদ নির্বাচনে জয়ের পথে ফারুক আব্দুল্লাহর জোট
- আপডেট সময় : ০২:০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ভারতের কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদ নির্বাচনে জয়ের পথে ফারুক আব্দুল্লাহর নেতৃত্বাধীন গুপকর জোট।
২০ জেলার ৯টিতেই জয় নিশ্চিত করেছে দলটি। কাশ্মীরে গুপকর জোট বেশি ভোট পেয়েছে, তবে জম্মুতে আবার বেশি ভোট বিজেপির।
বিশেষ মর্যাদা বাতিলের পর প্রথমবারের মতো নির্বাচন হলো ভারতশাসিত কাশ্মীরে। বর্তমানে কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদের….ডিডিসি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন দখল করল ফারুক আবদুল্লাহর নেতৃত্বাধীন গুপকর জোট। নির্বাচনে ২৮০ আসনের মধ্যে একশটিরও বেশি আসন পেয়েছে আব্দুল্লার ন্যাশনাল ফনফারেন্স এনসি ও মেহবুবা মুফতির পিপলস ডেমোক্র্যাটিক পার্টির পিডিপিসহ সাত দলের জোট গুপকর। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চলটিতে বিজেপি ৭৪ ও কংগ্রেস পেয়েছে ২৭টি আসন। কাশ্মীরে ফারুক আব্দুল্লাহ নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭২ ও বিজেপি ৩ টি আসন পেয়েছে। জম্মুতে ৭১ আসনই দখল করেছে বিজেপি, গুপকর ৩৫ ও কংগ্রেস পেয়েছে ১৭টি আসন। তবে কংগ্রেস কোন আসনই জয় করতে পারেনি কাশ্মীরে। গত বছর বিশেষ মার্যাদা হারানোর পর কেন্দ্রশাসিত অঞ্চলটিতে এটিই প্রথম জেলা উন্নয়ন পরিষদ নির্বাচন। বিভিন্ন জেলা সদরে কড়া নিরাপত্তায় মধ্যে চলছে ভোট গণনা। স্বচ্ছতা বজায় রাখতে রেকর্ড করা হচ্ছে গোটা প্রক্রিয়া। শ্রীনগরে একটি ও বান্দিপোরায় দুটি আসনে জিতেছে বিজেপি। এই প্রথম উপত্যকায় আসন পেল তারা।