আল্লামা শফি‘র মৃত্যু নিয়ে সরকার মামলা করেনিঃ স্বরাষ্ট্র মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
আল্লামা শফি‘র মৃত্যু নিয়ে সরকার নয়, সংক্ষুব্ধ ব্যক্তিরা মামলা করেছে, জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান।
দুপুরে খাগড়াছড়িসহ আরো ৬ জেলায় ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এ কথা জানান। তিনি আরো বলেন, বিচারবিভাগ স্বাধীনতার থাকায় সবাই আইনের আশ্রয় নিতে পারে। ভাস্কর্য ভাংচুর করা প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘ভাস্কর্য পাহাড়া দিতে হাইকোর্ট থেকে নির্দেশনা পাওয়া গেছে। দেশের কৃষ্টি ও ঐতিহ্য সুরক্ষায় এই পদক্ষেপ নেবে সরকার। একই সঙ্গে চাঁদপুরে ই-পাসপোর্ট এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। দুপুরে খাগড়াছড়ি থেকে ভার্চুয়ালি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী ।