আজ শুভ বড়দিন
- আপডেট সময় : ০১:৫০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
আজ শুভ বড়দিন। খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টের জন্মদিন। এ দিন বেথলেহেম নগরীতে জন্ম নেন যিশু। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের খৃস্টান সম্প্রদায়ও অত্যন্ত আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করছেন। এবার করোনার বিশেষ পরিস্থিতির কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশেও উদযাপন করা হচ্ছে- ‘খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের উৎসব”
খুলনার গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা মধ্য দিয়ে উদযাপনের শুরু। ধর্মীয় উৎসবের এই দিনটিতে আনন্দিত ও উচ্ছ্বসিত সবাই। রাতের প্রথম প্রহরে নগরীর ব্যাপ্টিস্ট ও ক্যাথলিক চার্চগুলোতে কেক কাটা আর প্রার্থনা করা হয়।
বরিশালে বৃহস্পতিবার রাত ৯টায় নগরীর সদর রোডের ক্যাথলিক চার্চ ক্যাথড্রিল ধর্মপল্লীতে প্রার্থনা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে নড়াইলে উদযাপিত হচ্ছে খ্রিষ্টিয়ান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন।
দিনটি উপলক্ষে আলোকসজ্জা, ধর্মীয় উপাসনা, মধ্যহ্নভোজ, শিশুদের খেলাধুলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
করোনায় স্বল্প পরিসরে মাগুরায় বড়দিন উদযাপন করছে খ্রিস্টান সম্প্রদায়। শহরের দোয়ারপাড়ে প্রধান গীর্জায় ধর্মীয় প্রার্থনা ও নানা আনুষ্ঠানিকতা চলছে।
গীর্জায় গীর্জায় বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেরপুরের বিভিন্ন এলাকার ৭৪টি গীর্জায় খ্রীষ্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উদযাপিত হচ্ছে। গীর্জায় গীর্জায় রয়েছে পুলিশী নিরাপত্তা।
এদিকে, পাবনায় যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। বিরাজ করছে উৎসবের আমেজ। জেলার ৩০টি গ্রামের ২১টি উপাসনালয়ে করা হয়েছে আলোকসজ্জা। গির্জা ও উপাসনালয়গুলো সাজানো হয়েছে, করা হয়েছে রঙবেরঙয়ের আল্পনা।