প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে গফরগাঁও পৌরসভা নির্বাচন
- আপডেট সময় : ০২:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচন। ভোটারদের মন জয় করতে তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগের মেয়র পার্থী মনে করেন তিনিই জয়ী হবেন। আর, প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ করেছেন বিএনপি’র মেয়র প্রার্থী। এদিকে, কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনও জমে উঠেছে। এবারই প্রথম এখানে ইভিএমে ভোট হবে। এ নিয়ে চলছে সভা-সেমিনারসহ বিভিন্ন প্রচারনা।
আর কয়েকদিন পরই ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচন। পোস্টারে-পোস্টারে ছেয়ে গেছে গোটা পৌর এলাকা। মেয়র পদে আওয়ামী লীগের এস এম ইকবাল হোসেন সুমন এবং বিএনপি’র শাহ আব্দুল্লাহ আল মামুন প্রতিদ্বন্দ্বিতা করছেন। যোগ্য প্রার্থীকে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান সাধারণ জনগণ।এদিকে, নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ করছেন, বিএনপি’র মেয়র প্রার্থী।নৌকা প্রতীকের প্রার্থীর দাবি, উন্নয়ণের কারণে মানুষ তাকে ভোট দেবে।হুমকির বিষয়ে সুনির্দিষ্টি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানায় ইসি।গফরগাঁও পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ২৯৬ জন।
এদিকে, একই দিন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কুড়িগ্রাম পৌরসভা নির্বাচন। মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ দু’জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯ ও মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের প্রচার-প্রচারনা চলছে সমান তালে।