কাল থেকে শুরু হবে বক্সিং ডে টেস্ট
- আপডেট সময় : ০৭:১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
কাল থেকে শুরু বক্সিং ডে টেস্ট। মাঠে নামবে ৬ দল। সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। মেলবোর্নে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে দু’দলের দ্বৈরথ।
এর আগে, ভোর ৪টায় মুখোমুখি হবে নিউজিল্যান্ড-পাকিস্তান। আর দুপুর ২টায় শ্রীলংকার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে সমান তালে লড়লেও, চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি ভারত। ৮ উইকেটে হারার পাশাপাশি নিজের সর্বনিম্ন স্কোর ৩৬ রানের অলআউট হওয়ার লজ্জায় পড়ে কোহলিরা। এবার ঘুড়ে দাড়ানোর মিশন ভারতের। তবে, বক্সিং ডে টেস্টের আগে প্রতিপক্ষকে বাক যুদ্ধে কাবু করতে আটঘাট বেঁধে নেমেছে অস্ট্রেলিয়া। যত শক্তিশালী হয়েই ফিরুক না কেন, দ্বিতীয় টেস্টে ভারতকে হারানোর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অজিরা। বক্সিং ডে টেস্টে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া।