সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দেয়ার আহ্বান
- আপডেট সময় : ০৭:১৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। অন্যদিকে তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে পরিবর্তন হয়েছে তা দেখে খুশী হতে পারছে না বিএনপি-জামায়াত।
প্রয়াত ফুটবলার বাদল রায়ের স্মরণ সভায় ভিডিও কনফারেন্সে সরকারি বাসভবন থেকে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বাদল রায়ের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, কেউ কেউ ব্যক্তি স্বার্থে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ক্রীড়া ফেডারেশনগুলোকে ব্যবহার করছেন।সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের এই নেতা।
অন্যদিকে নিজ সরকারি বসভবনে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দলের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাস মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা