আন্তর্জাতিক বিমান যোগাযোগ বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
আগামির উন্নয়নের কথা মাথায় রেখে, এখন থেকেই আন্তর্জাতিক বিমান যোগাযোগ বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন একটি বিমানসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে, এ কথা জানান তিনি। এসময়, করোনাকালে কোন বিচার কাজ যাতে থেমে না থাকে তার জন্য ভার্চুয়াল মাধ্যমকে যথাযথভাবে কাজে লাগানোর তাগিদও দেন, সরকার প্রধান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন ১ম ড্যাশ ৮-৪০০ ‘ধ্রুবতারা’। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে আয়োজিত মূল অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বিমানটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । নতুন এই বিমানটি দেশের অভ্যন্তরীণের পাশাপাশি যোগাযোগ রাখবে, দক্ষিণ এশিয়ার অন্য দেশের সাথেও।
প্রধানমন্ত্রী জানান, ফেব্রুয়ারী মধ্যে আসছে আরো দুটি নতুন বিমান। ভৌগলিক অবস্থানকে কাজে লাগিয়ে ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
সরকার প্রধান এরপর একই স্থান থেকে দেশের প্রতিটি উপজেলায় ফায়ার স্টেশন ও প্রতিটি জেলায় পাসপোর্ট অফিস নির্মাণের অংশ হিসেবে উদ্বোধন করেন, ২০টি ফায়ার স্টেশন, ৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস।
উদ্বোধন করেন, কেরানীগঞ্জে নব-নির্মিত মহিলা কেন্দ্রীয় কারাগার আর একটি এলপিজি স্টেশন। উদ্বোধনে শেষে, করোনাকালে বিচার কাজ যাতে থেমে না থাকে তার জন্য অনলাইনকে গুরুত্ব দেয়া পরামর্শ দেন, সরকার প্রধান। সেই সঙ্গে সব রায় বাংলায় প্রকাশের ফের তাগিদ দেন তিনি। কারাগারের অভ্যন্তরীণ পরিবেশের দিকে সংশ্লিষ্টদের বিশেষ নজর দেয়ার পরামর্শ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।