মিলার ও আড়তদাররা নানা রকম কারসাজি করে চালের দাম বাড়ানোর চেষ্টা করছে
- আপডেট সময় : ০৯:১০:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
মিলার ও আড়তদাররা নানা রকম কারসাজি করে চালের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। ঘাটতি মেটাতে সরকার ৫ থেকে ৬ লাখ টন চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।
চালের বাজার ঊর্ধ্বমুখী অবস্থার মধ্যে রোববার গোপালগঞ্জে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে একটি কৃষি গবেষণা কেন্দ্র উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সচিবালয় থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, দেশের মিলার, আড়তদার ও জোতদাররা মৌসুমের সময় ধান কিনে, ধান ও চালের দাম বাড়িয়ে দিয়েছে। তারাই এ বাজার নিয়ন্ত্রণ করছে।
চালের দামকে লাগাম পরাতে বিদেশ থেকে রপ্তানি করা হবে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বিশেষ বিবেচনায় প্রাইভেট সেক্টরকে চাল আমদানির সুযোগ দেওয়া হবে।
সরকার বাজার নিয়ন্ত্রণ করার জন্য সর্বাত্মক উদ্যোগ নিয়েছে বলেও আশ্বস্ত করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।