জামালপুরে কর্মবিরতি করছনে জেলার সকল সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা
- আপডেট সময় : ০৯:৪৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ও ইন্টানীদের উপর পুলিশী নির্যাতন ও মারধরের প্রতিবাদে কর্মবিরতি করছনে জেলার সকল সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। এসময় দোষী পুলিশ সদস্যদের প্রত্যাহার ও শাস্তির দাবি জানানো হয়।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন- এর ডাকে কর্মবিরতির ফলে জামালপুর জেনারেল হাসপাতালসহ জেলার সকল সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে জরুরি চিকিৎসা ছাড়া বন্ধ রয়েছে সকল প্রকার চিকিৎসা কার্যক্রম। ফলে চরম দুর্ভোগে পড়েছে চিকিৎসা নিতে আসা প্রত্যন্ত অঞ্চলের শত-শত রোগী ও স্বজনরা। শুক্রবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালে করিমন নেছা নামের এক রোগীর মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের জরুরি বিভাগের হামলা হামলা ও ভাংচুর হয়। এ সময় রোগীর স্বজন ও ইন্টানী চিকিৎসকদের মধ্যে দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহত হন কয়েকজন চিকিৎসকসহ অন্তত ১০জন । খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকজন ইন্টানী ডাক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।