দ্বিতীয় দফায় ভাসানচর যাচ্ছে এক হাজার ৮০৪ জন রোহিঙ্গা
- আপডেট সময় : ০২:২২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
দ্বিতীয় দফায় ভাসানচর যাচ্ছে এক হাজার ৮০৪ জন রোহিঙ্গা। সকালে নৌবাহিনীর ৭টি জাহাজ তাদের নিয়ে নোয়াখালীর এই চরের উদ্দেশ্যে রওনা হয়।
সোমবার এসব রোহিঙ্গা নাগরিকদের কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নিয়ে আসা হয় চট্টগ্রামে। নগরীর পতেঙ্গা এলাকার বিএফ শাহীন কলেজে তাদের রাখার ব্যবস্থা করা হয়। । সেখানে নৌবাহিনীর তত্বাবধানে সকালে ভাসানচড়ের উদ্দেশ্যে রওনা হয় ৭টি জাহাজ। পর্যায়ক্রমে নির্ধারিত রোহিঙ্গাদের এখানে স্থানান্তর করা হবে। কক্সবাজারের ঘুপচি ক্যাম্পের বদলে, ভাসানচরে শোভন জীবনের সুযোগ সুবিধা পেতে স্বেচ্ছায় তারা সেখানে যাচ্ছে। যেখানে এক লাখ বাসিন্দার কর্মসংস্থানের সুযোগসহ গড়ে তোলা হয়েছে অস্থায়ী নিরাপদ নিবাস। তবে, নিরাপদ পরিবেশ পেলে নিজ দেশে ফিরে যেতে চান মিয়ানমারের আরাকানের বাসিন্দা রোহিঙ্গারা। দুই দফায় ভাসানচরের বাসিন্দা হতে যাচ্ছেন মোট ৩ হাজার ৪৪৬ জন। থাকতে পারবেন ১ লাখের বেশি মানুষ। ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে দেশটি থেকে কয়েক লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।