আবারও তাপমাত্রা কমতে শুরু করেছে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে
- আপডেট সময় : ০২:৩১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
আবারও তাপমাত্রা কমতে শুরু করেছে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে। প্রতিদিনই একটু একটু করে কমছে তাপমাত্রা, এর সঙ্গে কষ্ট বাড়ছে শ্রমজীবী মানুষের। আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বছর শেষের দুই দিনের শেষের দিকে রাতে তাপমাত্রা আরও কমে যেতে পারে। বর্তমানে দেশের ১২টি অঞ্চলের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা নেমে গেছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।
দিনাজপুরে কমেনি শীতের তীব্রতা। তবে ঘন কুয়াশার কারণে রাস্তার হেডলাইন জালিয়ে চলছে যানবাহন।
সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে তেঁতুলিয়ায় সকাল থেকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.১ ডিগ্রি সেলসিয়াস। উত্তর থেকে বয়ে আসা হিমেল বাতাসে হাড় কাঁপানো শীতে জুবুথুবু হয়ে পড়েছে জেলার জন-জীবন।
কয়েক দিন বিরতির পর আবারও ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস আর শৈত্য প্রবাহ শুরু হওয়ায় আবারও স্থবির হয়ে পড়েছে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের শ্রমজীবী, নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষ।
গোপালগঞ্জে মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে মহাসড়ক ও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
মানিকগঞ্জে কমেনি তীব্র শীত ও হিমেল বাতাস কমেনি। এতে জেলার সরকারী ও বেসরকারী হাসপাতালে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছেই।
নড়াইলে শীতের মধ্যে সকালে বাজার বসছে, কিন্তু ক্রেতার সংখ্যা অনেক কম।
এদিকে, সাতক্ষীরায় তীব্র শীতে গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছে ছিন্নমূল মানুষ।