নানা কর্মসূচিতে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করছে আওয়ামী লীগ
- আপডেট সময় : ০৫:২১:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দিনটিতে দেশের বিভিন্ন জেলায় শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তাঁর নেতৃত্বে সিংড়ার জয় বাংলা মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহামারীর সময়েও উন্নয়নের পথে এগিয়ে চলেছে দেশ।আগামীতেও বাংলাদেশ আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা। সমাবেশে বক্তব্য রাখেন সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
গণতন্ত্রের বিজয় দিবস উদযাপনে নেত্রকোনায় দুপুরে পৌরশহরে মিছিল করে জেলা আওয়ামী লীগ। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু নেতৃত্বের মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে আসে।
বিজয়ের দ্বিতীয় বর্ষপূতি উপলমাগুরা জেলা আওয়ামী লীগ দুপুরে জনসভা ও শোভাযাত্রা করেছে। শহরের নোমানী ময়দানে জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের এমপি এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
মানিকগঞ্জে গণতন্ত্রের বিজয় দিবস পালন করেছে জেলা আওয়ামীলীগ। দুপুরে শোভাযাত্রা ও সমাবেশের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।
৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগের পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে দুপুরে পৌরসভা প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।