আলাদা সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল, ঝিনাইদহ, শেরপুর ও চুয়াডাঙ্গায় ৭ জন নিহত
- আপডেট সময় : ০৫:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল, ঝিনাইদহ, শেরপুর ও চুয়াডাঙ্গায় ৭ জন নিহত হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। ঢাকা থেকে পিকআপ ভ্যানটি এলেঙ্গাতে পৌঁছালে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপারসহ দুইজন নিহত হয়।
আলাদা সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহে দুইজন নিহত হয়েছে। সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল চালক ইমদাদুল হক ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে, গেলো রাতে কালীগঞ্জের আমতলায় ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ইকবাল হোসেন।
শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকচাপায় পথচারী সুবর্ণা নিহত হয়েছে। দুপুরে উপজেলার পাঁচগাঁও বাজারে নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা – মেহেরপুর সড়কের হাতিকাটা মোড়ে বুধবার রাতে ট্রাকচাপায় তপন কুমার হালদার নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন দুইজন।
এদিকে, মাদারীপুরে যাত্রীবাহী বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুর ব্রীজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।