বিনাদোষে কারাবাস, ক্ষতিপূরণসহ আরমানকে মুক্তির নির্দেশ
- আপডেট সময় : ০৭:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ভুল আসামি হয়ে প্রায় ৪ বছর ধরে কারাগারে থাকা রাজধানীর পল্লবীর বেনারসি কারিগর মো. আরমানকে মুক্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে তাকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দেয় উচ্চ আদালত। পল্লবী থানার তৎকালীন ওসি দাদন ফকিরসহ চার পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছে আদালত।
পল্লবীর বেনারসি পল্লীর কারিগর মো. আরমান নির্দোষ হয়েও ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গত ৪ বছর ধরে কারাভোগ করছেন। যদিও রাজধানীর পল্লবী থানার ওই মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন বিহারি। কিন্তু তার পরিচয়ে, তার পরিবর্তে সাজাভোগ করছেন আরমান।
গেল বছর এপ্রিলে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়। সেই প্রতিবেদন সংযুক্ত করে দায়ের করা রিটের শুনানি শেষে রুল জারি করে আদালত। বৃহস্পতিবার সেই রুলের রায় ঘোষণা করেন, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট দ্বৈত বেঞ্চ।
অভিযুক্ত চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেয় আদালত।এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালতে আসে আরমানের মা, স্ত্রীসহ পরিবারের একাধিক সদস্য। এ সময় নিজেদের দুর্ভোগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন তারা।
উচ্চ আদালতের এই রায় দুর্নীতিবাজ পুলিশ সদস্যদের জন্য একটি কঠোর সতর্কবাতা বলেও মত দেন আইনজীবীরা।