নির্বাচন এলেই বিএনপি অভিযোগের বাক্স খুলে বসে: তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
নির্বাচন এলেই বিএনপি অভিযোগের বাক্স খুলে বসে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সকালে নির্মানাধীন পোর্টকানেক্টিং রোডসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক দেশের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত পৌর নির্বাচনে ভরাডুবির পর বিএনপি নেতাদের বক্তব্যেও প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পক্ষে আর বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে রায় দিচ্ছে জনগণ। কিন্তু জনগণের এই রায়ের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি। অতিতের মতো আসছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েও বিএনপি অভিযোগের বাক্স সাজানোর প্রক্রিয়া শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।