আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে জনগণের আস্থা বিশ্বাস ও ভালবাসা অর্জন করার পরামর্শ
- আপডেট সময় : ০৩:০০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে জনগণের আস্থা বিশ্বাস ও ভালবাসা অর্জন করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরাধের ধরণ বদলে গেছে উল্লেখ করে পুলিশকে সময়োপযোগী আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন সরকার প্রধান। শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
রাজশাহীর সারদা পুলিশ একাডেমীতে সকালে ৩৭তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রীয় সালাম গ্রহণের পর প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী নবীন কর্মকর্তাদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে ৩৭ তম বিসিএসএর নবীন পুলিশ কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করার সিনিয়র কর্মকর্তারা।
আনুষ্ঠানিকতা শেষে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে পুলিশের প্রশংসা করে মানুষের আস্থা অর্জনের তাগিদ দেন শেখ হাসিনা।
বক্তব্যে, অপরাধের ধরন পাল্টে যাচ্ছে উল্লেখ করে, নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে আধুনিক প্রযুক্তিতে আরো দক্ষ হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মুলে পুলিশকে আরো বেশি আন্তরিকতার পরিচয় দিতে হবে।
আইনের শাসন নিশ্চিতের পাশাপাশি পুলিশকে জনগণের আস্থা বিশ্বাস ও ভালবাসা অর্জনের পরামর্শ দেন সরকার প্রধান।