মুন্সীগঞ্জে আলু চাষে ব্যস্ত সময়ে পার করছে কৃষক
- আপডেট সময় : ০৩:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জে আলু চাষে ব্যস্ত সময়ে পার করছে কৃষক। জেলার কোনো কোনো উপজেলায় চারা কিছুটা বড় হলেও, কোথাও কোথাও এখনো আলুর বীজতলা তৈরিতে ব্যস্ত তারা। তবে, সার-বীজের দাম বেশি হওয়ায় কৃষকের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও হতাশা।
মুন্সীগঞ্জে আলু চাষীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। বন্যার কারনে নিচু জমিতে পানি জমে থাকায়, আলু চাষে দেরি হয়েছে অনেক কৃষকের। বীজ ও সারের দাম বেশি হওয়া বিপাকে পড়েছে তারা।
গত বছর ৫০ কেজির টিএসপি’র বস্তা ১১’শ টাকায় বিক্রি হয়েছে। এবার তা ১৩৫০ টাকায় কিনতে হচ্ছে। আর, বীজ আলু তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বেশি দরে কিনতে বাধ্য হচ্ছে কৃষক।
জেলায় ৩৮ হাজার পাঁচ’শ ৩০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ১১ লাখ ৭৪ হাজার দু’শ ২৫ মেট্রিক টন।
আলুবীজ ও সারের দাম না কমালে চাষের প্রতি অনেকেই আগ্রহ হারাবে বলে মনে করে জেলার চাষিরা।