ময়মনসিংহের তারাকান্দায় বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ৬, আহত ২ জন
- আপডেট সময় : ০৩:১১:০১ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দায় বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত হয়েছে ৬ জন। এই দুর্ঘটনায় আহত ২ জন। অন্যদিকে, শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে একজন। এছাড়া, টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে।
মধ্যরাতে রেললাইনের পাশে টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে একটি মাছ ভর্তি একটি গাড়ি বিকল হয়ে পড়ে। ভোরে গাড়িটি সচল হলে চলে যায়। এ সময় রেল লাইনের উপর অজ্ঞাত একটি মরেদহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহটি বিকল হওয়া ঐ গাড়ির যাত্রীর হতে পারে বলে ধারনা করছে স্থানীয়রা। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, ট্রেনে কাটা পড়া একটি মরদেহ রেললাইনে দেখতে পেয়ে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়। কোন ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, শরীয়তপুর – মাদারীপুর মহাসড়কের চিতলিয়া ইউনিয়নের কাশেম বাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। সকাল ৮ টার দিকে শরীয়তপুর থেকে মাদারীপুরের উদ্দ্যেশে যাচ্ছিল একটি ট্রাক বিপরিতদিক থেকে আংগারিয়া বাজারের দিকে আসা ট্রাকটি একটি ভ্যানটিকে চাপ দেয়। এতে শওকত সিকদার ঘটনা স্থলেই মারা যায়। ঘাতক ট্রাক ও ড্রাইভারকে পুলিশ আটক করেছে।