সৈয়দ আশরাফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ, দলের পক্ষ থেকে তেমন কোন আনুষ্ঠানিকতা চোখে পড়েনি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তার স্মরণে দলের পক্ষ থেকে তেমন কোন আনুষ্ঠানিকতা চোখে পড়েনি।
তবে, সকালে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা। সঙ্গে ছিলেন এলজিআরডি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সৈয়দ আশরাফের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে, ভবিষ্যৎ প্রজন্ম সৈয়দ আশরাফুল ইসলামের সৎ ও আদর্শের রাজনীতির পথ অনুসরণ করবে। এমন প্রত্যাশা জানিয়েছেন তার বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। এসময় ভাইয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। সৈয়দ আশরাফ দলের দুঃসময়ে বারবার আওয়ামী লীগের পাশে ছিলেন বলে জানান তিনি।