জাতীয় পার্টি শক্তিশালী দল বলেই আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টির সাথে সখ্যতা রেখেছে: মধু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
দুর্বলের সাথে কেউ আতাত করে না। জাতীয় পার্টি শক্তিশালী দল বলেই আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টির সাথে সখ্যতা রেখেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ শফিকুল ইসলাম মধু।
সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেতাদের সাতক্ষীরার তালা উপজেলায় আগমন উপলক্ষে স্থানীয় ডাকবাংলো চত্বরে এক সংবর্ধনা অনুষ্টানে তিনি এ মন্তব্য করেন। এসময় সভায় তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নজরুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য নাজনীন সুলতানা,খুলনা জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান।এসময় বক্তরা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি দেশের সকল ইউনিয়নে প্রার্থী দিবে এবং বিজয় নিশ্চিতে কাজ করবে।