বাংলাদেশে টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত
- আপডেট সময় : ০২:১৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সেরাম ইন্সটিটিউটকে করোনা ভ্যাকসিনের জন্য ৬০০ কোটি টাকা জমা দেয়ার কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশে টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। নিজ দেশের নাগরিকদের মাঝে টিকার সুষ্ঠু বন্টন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নিয়েছে সেদেশের সরকার।
এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন ভারত রফতানি না করার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানাতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, অক্সফোর্ডের টিকা রফতানি বন্ধের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা চলছে। সরকারের কাছ থেকে জেনে বিষয়টি বিস্তারিত বাংলাদেশকে জানানোর প্রতিশ্রুতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবেশী দেশে অনুমোদন পাওয়ার পর এই ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখছিল বাংলাদেশ। আপাতত আগামী কয়েকমাসের জন্য ভ্যাকসিন রফতানির অনুমতি দেবে না ভারত সরকার, এমনটি জানিয়েছেন সেরাম ইনস্টিটিউট কর্তৃপক্ষ। ভারতীয়রা যাতে যথাযথভাবে ভ্যাকসিন পায় সেটি নিশ্চিতেই এমন সিদ্ধান্ত বলে জানান সেরাম ইনস্টিটিউটের এ প্রধান কর্মকর্তা।