ভালো দাম পাওয়ায় আলু চাষে ঝুঁকে পড়েছেন কুড়িগ্রামের কৃষক
- আপডেট সময় : ০৯:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বাজারে দাম ভালো পাওয়ায় এবার ব্যাপকভাবে আলু চাষে ঝুঁকে পড়েছেন কুড়িগ্রামের কৃষক। খরচ বেশি হলেও, অন্যান্য মৌসুমী ফসলের আবাদ কমিয়ে বাড়িয়েছেন আলু চাষ। কিন্তু, গতবারের মতো দাম পাওয়া যাবে কিনা তা নিয়ে কিছুটা সংশয়ও রয়েছে তাদের। কৃষি বিভাগ বলছে, এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আলু চাষ হয়েছে।
কুড়িগ্রামে পাঁচ হাজার ছ’শ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও, হয়েছে এক’শ হেক্টর বেশি। দীর্ঘদিন ধরে দাম বেশি থাকায় বীজ আলুও বিক্রি করেছে অনেক কৃষক এবং ব্যবসায়ী। সংকটের মাঝেও বেশি দামে আলু বীজ কিনে লাগিয়েছে চাষিরা।
গত কয়েক বছর ধরে আলুর দাম না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছে জেলার কৃষক। এ বছর উৎপাদন খরচ প্রায় দ্বিগুন হলেও, লাভের আশায় চাষ বাড়িয়েছে তারা।
জেলায় আলু বীজের চাহিদার মাত্র পাঁচ থেকে ছয় ভাগ সরকারিভাবে সংরক্ষন করা হয়। বাকিটা কৃষক নিজ উদ্যোগে সংগ্রহ করে।
ভালো ফলনের জন্য নানা পরামর্শ দেয়ার দাবি করে, কৃষি বিভাগ।
সিন্ডিকেটের মাধ্যমে দরপতন না হলে, আলু চাষে কৃষক লাভবান হবে বলে মনে করেন তিনি।