বিপ্লবীদের স্মৃতি রক্ষায় আদালতে যাওয়ার ঘোষনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের রহমতগঞ্জে যতীন্দ্র মোহন সেনগুপ্তের ঐতিহ্যবাহী বাড়ি রক্ষায় প্রয়োজনে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এ্যাডভোকেট রানা দাশ গুপ্ত।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, মাষ্টার-দা সুর্য সেনের বাড়িসহ চট্টগ্রামে বৃটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত স্থাপনার রক্ষণাবেক্ষণে ২০১৮ সালে সংস্কৃতি মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছিলো, অবিলম্বে তার বাস্তবায়ন করতে হবে। একই সাথে আদালতকে বিভ্রান্ত করে প্রশাসনের সহায়তায় ঐতিহ্যবাহী স্থাপনার ক্ষতিগ্রস্তকারীদেরও বিচারের আওতায় আনতে হবে। দাবি পুরণ না হলে ঐতিহ্যবাহী এই স্থাপনা রক্ষায় অতীতের মতো আন্দোলনে নামার ঘোষণাও দেন তিনি।