করোনার টিকা আমদানিতে আরো ৫ হাজার ৬৫৯ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার
- আপডেট সময় : ০৭:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
৫ হাজার ৬৫৯ কোটি টাকা বাড়িয়ে করোনা ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার একনেক বৈঠকে ২০২০ সালের এপ্রিলে অনুমোদন দেয়া, ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পে সংশোধনী এনে তা অনুমোদন দেয়া হয়। সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভা। করোনা পরিস্থিতির কারণে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা।
বৈঠকশেষে ভ্যাকসিন সংক্রান্ত প্রকল্প অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্যসচিব বলেন, প্রকল্প বাস্তবায়ন ও অন্য দেশ থেকে করোনার টিকা আনতে আর কোন বাধা থাকছে না।
পরে সংবাদ সম্মেলনে প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে পরিকল্পনামন্ত্রী জানান, এতে মোট ব্যয় ধরা হয়েছে ছয় হাজার ৭৮৬ কোটি ৫৮ লাখ টাকা। মূলত ভ্যাকসিন কেনার জন্যই চলমান প্রকল্পের আওতায় এই অর্থ অনুমোদন দেয়া হলো।
পরিকল্পনা মন্ত্রনালয় আশা করছে, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে আমাদের দেশের অর্থনীতি আগের অবস্থানে ফিরে আসবে। ভ্যাকসিন দেয়ার অনুমোদিত নীতিমালা সবার বোধগম্য করতে প্রচারণাও চালানো হবে।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আছে বলে বৈঠকে পরিকল্পনা কমিশনকে অবগত করেছে স্বাস্থ্য অধিদফতর। ভ্যাকসিন কেনাসহ একনেক সভায় মোট ছয়টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।