বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সকল দেশকে ছাড়িয়ে অগ্রগতির অভূতপূর্ব স্মারক বহন করছে : কাদের
- আপডেট সময় : ০৭:৩৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের ধারাবাহিকতায় গেল ১২ বছরে বাংলাদেশ উন্নয়ন-অগ্রগতির সকল সূচকে স্পর্শ করেছে যুগান্তকারী মাইলফলক। সকালে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দেয়া ভার্চুয়াল বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা, দৃঢ়তা,সাহসিকতা ও কর্মনিষ্ঠা আজ বিশ্বনন্দিত বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে সরকারের এক যুগপূর্তি উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সকল দেশকে ছাড়িয়ে অগ্রগতির অভূতপূর্ব স্মারক বহন করছে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন ঐতিহ্য ফিরে পেয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এছাড়া সম্প্রতি নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মির্জা কাদেরের বক্তব্যে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের।