হত্যার হুমকির অভিযোগে স্বতন্ত্র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
হত্যার হুমকির অভিযোগে এবং মিরপুর পৌরসভায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুষ্টিয়ার মিরপুরে স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ আরিফুর রহমান।
সকালে মিরপুরে নিজ অফিসে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি জানান, মেরে ফেলাসহ বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন নৌকার মেয়র প্রার্থী হাজী এনামুল হক । পোস্টার ছিঁড়ে প্রচারণায় বাধা দিচ্ছেন। আরিফ অভিযোগ জানায়, তার কোন অভিযোগ থানায় জানিয়েও কোন সুরাহা হচ্ছে না। যদি সুষ্ঠু নির্বাচন হয় তার চেয়ে বেশী ভোট কেউ পাবে না এমন মন্তব্যও করেন সে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের দৃষ্টি আর্কষণ করে বলেন মিরপুরে সুষ্ঠু ভোট চায় এবং সুন্দর পরিবেশে যেন সাধারণ মানুষ ভোট দিতে পারে এই আহ্বান জানান- মোবাইল ফোন মার্কা আওয়ামী লীগের স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ আরিফুর রহমান।