প্রধানমন্ত্রীর বক্তব্যে জনগণ প্রত্যাখান করেছে: রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের ক্ষমতার যুগপূর্তিতে প্রধানমন্ত্রীর বক্তব্যে জনগণ প্রত্যাখান করেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
একযুগ ধরে সরকার গণতন্ত্র ধ্বংস, গুম, খুন, হত্যা, ধর্ষণের, দুর্নীতি এবং দুঃশাসনের এক যুগ পার করছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। সকালে রাজধানীর নয়া পল্টনে প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠা, স্বাস্থ্য খাতে ইতিবাচক উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার, মানুষের জীবন মানোন্নয়ন নিয়ে যে ভাষন দিয়েছে তা নির্জলা মিথ্যাচার বলেও দাবি করেন রিজভী। এসময় তিনি আরো বলেন, বছরের পর বছর আওয়ামী লীগ ক্ষমতা দখল করে ন্যায় বিচার ও সামাজিক মর্যাদাকে নির্বাসিত করছে। এছাড়া প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহবান জানান রিজভী আহমেদ।