দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার চারটির মধ্যে জমে উঠেছে মিরপুর পৌরসভা নির্বাচন
- আপডেট সময় : ০১:৫৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার চারটির মধ্যে জমে উঠেছে মিরপুর পৌরসভা নির্বাচন। প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী। মাঠে নেই বিএনপি। এদিকে, ময়মনসিংহের ফুলবাড়ীয়া ও মুক্তাগাছা পৌরসভা নির্বাচন মধ্য জানুয়ারিতেই। আওয়ামী লীগে বিদ্রোহী থাকায় জয়ের স্বপ্ন দেখছে বিএনপি’র প্রার্থী।
দ্বিতীয় ধাপের নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় প্রচারণা বেশ জমে উঠেছে। বিগত দিনের কর্মকান্ড নিয়ে মেয়র ও কাউনিন্সলর প্রার্থীদের চুলচেরা বিশ্লেষণ করছে সাধারণ মানুষ।
প্রচার-প্রচারণা চালালেই হামলা করা হচ্ছে বলে জানান, স্বতন্ত্র মেয়র প্রার্থী। হামলার ভয়ে গোপনে প্রচারণা চালাচ্ছেন বলে দাবি করেন, বিএনপির মেয়র প্রার্থী। পরাজিত হওয়ার ভয়ে এসব অভিযোগ করা হচ্ছে বলে মনে করেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী।
পৌরসভায় মোট ভোটার ১৭ হাজার ছ’শ৬৯ জন। মেয়র পদে তিন, কাউন্সিলরে ৩২ ও মহিলা কাউন্সিলরে নয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, ময়মনসিংহের ফুলবাড়ীয়া ও মুক্তাগাছা পৌরসভায় প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ফুলবাড়িয়ায় আওয়ামী লীগের প্রার্থী দু’বারের মেয়র গোলাম কিবরিয়া এবং মুক্তাগাছায় বিল্লাল হোসেন সরকার। বিদ্রোহী প্রার্থী হিসেবে তিন আওয়ামী লীগ নেতা প্রতিদ্বন্দ্বিতা করায় বিপাকে পড়েছেন নৌকার প্রার্থী।
সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান, বিএনপি নেতারা। এদিকে সৎ, যোগ্য ও পরীক্ষিত প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। আচরণবিধি নিয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানায় ইসি। ফুলবাড়ীয়ায় ইভিএমে এবং মুক্তাগাছা পৌরসভায় ব্যালটে ভোট গ্রহণ করা হবে।