দেশের ১০টি আমদানিকারক প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
চালের বাজার নিয়ন্ত্রণে দেশের ১০টি আমদানিকারক প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। আগামী সোমবার হিলি বন্দর দিয়ে ৩৫ হাজার টন চাল দেশে ঢুকবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবস্থায়ীরা। এই খবরে কমতে শুরু করেছে চালের দাম।
উত্তরাঞ্চলের তিনটি প্রতিষ্ঠানের আমদানী করা ৩৫ হাজার টন চাল হিলি বন্দরে পৌঁছুবে সোমবার। বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, সরকারের শর্তবালী মেনে কার্যক্রম শুরু করেছি। সঠিক সময়ে সরবরাহ করতে পারলে তা চালের দামে প্রভাব ফেলবে বলেও আশা প্রকাশ করেন এই ব্যবসায়ী। এদিকে ভারতীয় চাল আমদানির খবরে হিলিসহ দিনাজপুরের বাজারে দাম কমতে শুরু করেছে। সব ধরনের চালের দাম কমেছে খুচরা বাজারে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত।