রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে প্রশিক্ষণরত বিমান দুর্ঘটনায় পতিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
প্রশিক্ষণরত বিমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় এক প্রশিক্ষণার্থী পাইলট আহত হয়েছে। দুর্ঘটনার একঘন্টা পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
বেসরকারী প্রতিষ্ঠান গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান শাহ মখদুম বিমানবন্দরের উত্তর দিক থেকে অবতরণের চেষ্টা করে। এ সময় বিমানটির পেছনের চাকা ফেটে যায়। তাৎক্ষণিক আবারো উড্ডয়নের চেষ্টা করলে বিমানটি হুমড়ি খেয়ে সামনের চাকাটিও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় প্রশিক্ষণার্থী পাইলট রায়হান গফুর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।