ইন্দোনেশিয়ায় ৫৬ যাত্রী নিয়ে একটি বিমান নিখোঁজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়ায় ৫৬ যাত্রী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়েছে। শনিবার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের পরপরই বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি শ্রীউইজয়া এয়ার লাইন্সের।
দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, ইন্দোনেশিয়ার শ্রীউইজায়া এয়ারের বিমানটি উড্ডয়নের পর থেকে নিখোঁজ রয়েছে। পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র আদিতা ইরাওয়াতী বলেন, পশ্চিম কালিমান্টান প্রদেশ থেকে বোর্নিও দ্বীপের পন্টিয়ানাকের উদ্দেশে যাত্রা করে যোগাযোগ হারিয়ে ফেলে বিমানটি। শ্রীবিজয়া এয়ার জানিয়েছে, বিমান নিখোঁজের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়ার আগে এ সংক্রান্ত আরও তথ্য সংগ্রহ করছে তারা। স্থানীয় মেট্রো টিভি জানায়, বিমানে ৫৬ জন যাত্রী ছিল। যার মধ্যে ৭ জনই শিশু। ক্রু ছিলেন ৬ জন।