সাতক্ষীরা ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১১:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরা ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
সাতক্ষীরার তালা উপজেলায় চলন্ত বাস উল্টে খাদে পড়ে দু’জন নিহত হয়েছে। সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগরে যাত্রীবাহী বাসটি খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে ওই বাসটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
কুমিল্লার বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রাতে মোটরসাইকেলে তারা তিনজন ক্যান্টনমেন্টের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাইকে থাকা তিনজনই গুরুতর আহত হয়। তিনজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।