আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে লালমনিরহাট জেলায় সকল ইউনিয়ন ও পৌরসভায় প্রার্থী দিবে জাতীয় পার্টি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে লালমনিরহাট জেলায় সকল ইউনিয়ন ও পৌরসভায় প্রার্থী দিবে জাতীয় পার্টি। এরই মধ্যে প্রার্থী বাছাইয়ের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শেরিফা কাদের।
সকালে লালমনিরহাট সার্কিট হাউসে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি’র সহধর্মিনী ও লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরিফা কাদের। সার্কিট হাউস মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সেকেন্দার আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের প্রার্থী বাবলু সরকার ফুলেল শুভেচ্ছা জানিয়ে আসন্ন নির্বাচনের জন্য দোয়া চান।