জানুয়ারির তৃতীয় সপ্তাহে দেশে আসছে করোনার টিকা
- আপডেট সময় : ০৭:৩৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
২৫ জানুয়ারির মধ্যে বেক্সিমকোর মাধ্যমে বাংলাদেশে করোনার টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। ‘টিকা আসার পর ছয় মাসে দেড় কোটি মানুষকে তিন কোটি ডোজ দেয়া হবে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রথম ধাপে আসবে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
এসময় তিনি বলেন, এ টিকা প্রয়োগ শুরু হবে ফেব্রুয়ারির শুরুতেই। প্রথম ধাপে আসা এ ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্য খাতের ফ্রন্টলাইনাররা। সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন, ভ্যাকসিন আসার দুদিন পর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের গুদাম থেকে তা দেশের বিভিন্ন জেলায় পাঠানো হবে। কেন্দ্র ও টিকা গ্রহণের তারিখ এসএমএসের মাধ্যমে সবাইকে জানানো হবে বলে জানান তিনি। বলেন, তালিকাভুক্তদের আট সপ্তাহের ব্যবধানে ভ্যাকসিনের দুটি ডোজ দেয়া হবে। মহাপরিচালক আরও বলেন, দ্বিতীয় ধাপে আসা ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে সত্তরোর্ধরা অগ্রাধিকার পাবেন। আর সবার আগে ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যখাতের ফ্রন্টলাইনাররা।