গাজীপুরের নব্বই কলোনিতে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নব্বই কলোনিতে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সেই সাথে ছাই হয়ে গেছে প্রায় অর্ধশত ঘর।
নিহতরা হলেন, মুন্নি ও তার স্বামী মিলন এবং ফরহাদ ও আউয়াল। তাদের সবার বাড়ি গাইবান্ধায়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীরা জানায়, ভোর ৫টার দিকে উপজেলার কালামপুর পূর্বপাড়া এলাকায় নব্বই কলোনির একটি কক্ষের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে এক ঘন্টার চেষ্টায় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।