পাথর বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে তিন এবং নেত্রকোনায় লরি চাপায় দুইজন নিহত
- আপডেট সময় : ০১:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
রাঙামাটির কুতুবছড়িতে পাথর বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে তিন এবং নেত্রকোনায় লরি চাপায় দুইজন নিহত হয়েছে।
সকালে রাঙামাটির কুতুবছড়িতে পাথর বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে তিনজন নিহত হয়েছে। এতে রাঙামাটি ও খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ আছে। পুলিশ জানায়, দুর্ঘটনার পর স্থানীয় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
এদিকে, নেত্রকোনায় লরি চাপায় দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তিনজন। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে নেত্রকোনা-মদন সড়কের সদর উপজেলার মৌজেবালীতে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নেত্রকোনা থেকে ছেড়ে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় চায়ের দোকানে ঢুকে পড়লে ভ্যান ড্রাইভারসহ ৫ জন আহত হয়। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। তিনজনকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।