প্রতিনিধি পরিষদে আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে সরাতে অভিশংসন প্রস্তাব আনা হয়েছে
- আপডেট সময় : ০১:২০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
প্রতিনিধি পরিষদে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাতে অভিশংসন প্রস্তাব আনা হয়েছে। তবে রিপাবলিকান একজন সদস্যের বিরোধিতায় স্থানীয় সময় মঙ্গলবার সকাল পর্যন্ত সভা মুলতবি রাখা হয়েছে।
সোমবার প্রতিনিধি পরিষদে ২৫তম সংশোধনী এনে প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাতে আনুষ্ঠানিকভাবে অভিশংসন প্রস্তাব উত্থাপন করে ডেমোক্র্যাট সদস্য স্টেনি হয়ার। কিন্তু ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান সদস্য অ্যালেক্স মুনি এই বিলের বিরোধিতা করলে সভা মুলতবি করা হয়। হাউস স্পিকার ন্যান্সি পেলোসি জানান এই বিলে সর্বসম্মত ভোট পেতে চেষ্টা চালাবেন তারা। ট্রাম্পের অভিশংসন নিয়ে ভোট বুধবার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, আরেক পুলিশের মৃত্যুতে ক্যাপিটল হিল দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ জন। ৫১ বছর বয়সী হাওয়ার্ড কংগ্রেস ভবনের সিনেট অংশে দায়িত্ব পালন করছিলেন ৬ জানুয়ারি। হামলার আশঙ্কায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।